ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বাধীনতা দিবসে জাতীয় প্রতীক প্রদর্শন করবে কোকাকোলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
স্বাধীনতা দিবসে জাতীয় প্রতীক প্রদর্শন করবে কোকাকোলা

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জাতীয় প্রতীকগুলো প্রদর্শন করবে বিশ্ববিখ্যাত বেভারেজ ব্র্যান্ড দি কোকাকোলা কোম্পানির প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড।

স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ওই প্রতীকগুলো প্রদর্শিত হবে কোকাকোলা এবং এর পার্টনার আউটলেটগুলোতে।



বাংলাদেশের আপামর জনসাধারণের দৈনন্দিন জীবনে স্বাধীনতার চেতনাকে উজ্জ্বীবিত করাই এই প্রদর্শনীর মূললক্ষ্য।

আয়োজকরা বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারা বাংলাদেশের মানুষের জন্য একটি বিশেষ অর্জন। সেই অর্জনকে সামনে রেখেই আমাদের দৈনন্দিন কাজের মধ্যে স্বাধীনতার চেতনাকে ধারণ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) কোকাকোলা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।