ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিপিজিএমইএ’র সভাপতি সামিম, সি. সহ-সভাপতি গিয়াসউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
বিপিজিএমইএ’র সভাপতি সামিম, সি. সহ-সভাপতি গিয়াসউদ্দিন সভাপতি সামিম আহমেদ ও সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ

ঢাকা: বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।  

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সামিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, সহ-সভাপতি কে এম ইকবাল হোসেন এবং কাজী আনোয়ারুল হক ও মহাসচিব
নারায়ণ চন্দ্র দে।

শনিবার (২৭ মার্চ) অ্যাসোসিয়েশনের পল্টনের প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০২১-২২ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।  

বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফলাফল ঘোষণা করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে পরিচালনা পরিষদের সাধারণ গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছেন গিয়াসউদ্দিন আহমেদ, মোসাদ্দেকুর রহমান নান্নু, মো. ইয়াকুব, আমান উল্ল্যাহ, এ টি এম সাঈদুর রহমান বুলবুল। সহযোগী গ্রুপ মো. শাহজাহান, মো. আব্দুর রশিদ ভূঁইয়া।

২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন, মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, মোসাদ্দেকুর রহমান নান্নু, হুমায়ুন কবির বাবলু, মো. গোলাম কিবরিয়া, মো. ইয়াকুব, নুর আলম বাচ্চু, রিয়াদ মাহমুদ, এ টি এম সাঈদুর রহমান বুলবুল, মো. শাহজাহান, তোফায়েল কবির খান, মো. খোরশেদ আলম, এনামুল হক, আমান উল্ল্যাহ, মো. আব্দুর রশিদ ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এসই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।