ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৩ নারীকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
১৩ নারীকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ

ঢাকা: ঢাকার একটি আন্তর্জাতিক পাঁচ তারকা হোটেলে ‘নারী দিবস’ উপলক্ষে জেসিআই বাংলাদেশ শনিবার (২৭ মার্চ) ‘ওমেন্স অব ইন্সপারেশন অ্যাওয়ার্ড-২০২১’ অনুষ্ঠিত হয়।  

‘ওমেন ইন লিডারশিপ: কোভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যত অর্জন’- ইউএন উইমেনের থিম হচ্ছে ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য।

এ থিমের ওপর ভিত্তি করে জেসিআই বাংলাদেশ প্রোগ্রামটি আয়োজন করেছে এবং বাংলাদেশের ১৩ জন নারী লিডারকে ওমেন্স অব ইন্সপারেশন অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে সম্মানিত করেছে। এ অ্যাওয়ার্ডটি সেসব অসাধারণ নারীদের মধ্যে তুলে দেওয়া হয়েছে। যারা লিডার হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছেন। তারা শুধু নিজেদের পরিচয় তুলে ধরেনি অন্যদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন। অ্যাওয়ার্ডগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন- উদ্যোক্তা, ব্যাংকিং, আইনি বিষয়, ব্যবসায় উদ্ভাবন, মেডিক্যাল উদ্ভাবন, প্রতিরক্ষা, শিল্প ও সংস্কৃতি, ফ্যাশন এবং বিউটি, মিডিয়া, কর্পোরেট লিডারশিপ ইত্যাদি।          

যেসব সাফল্য নারীদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তারা হলেন- মাসুমা রহমান নাবিলা, নাহিতা নিশমিন, নাসিমা আক্তার নিশা, প্রিমা নাজিয়া আন্দালিব, ফারহানা রফিক উজ্জামান, অ্যাডভোকেট নাহিদ সুলতানা (জুথি), ব্যারিস্টার রাশনা ইমাম, রুখমিলা জামান, ড. সেনজুতি সাহা, সানজিদা হক আরেফিন লুনা, শামীমা নাসরিন, টিনা এফ জাবীন কর্নেল ও ড. জেবুন নাহার।   

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রাইম মিনিস্টার ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এবং মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জো অ্যান ওয়াগনার।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।

‘ওমেন্স অব ইন্সপারেশন অ্যাওয়ার্ড-২০২১’ এর চিফ কো-অর্ডিনেটর হলেন তাসমিনা আহমেদ শ্রাবনী, অনুষ্ঠানের আহ্বায়ক ইসমাত জাহান লিসা এবং সহ-আহ্বায়ক মি. জিয়াউল হক। জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসারস, লোকাল প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ, বিজনেস লিডারস, কূটনীতিক, সরকারি অফিসিয়াল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্ল্যাটিনাম স্পনসর দারাজ এবং গোল্ড স্পনসর হিসেবে বিএনও, ওয়ারাহ, ওকোড এবং এআইএস যুক্ত ছিলেন।  

প্রসঙ্গত, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। এটি একটি অলাভজনক বিশ্বব্যাপী সংস্থা। যারা তাদের সম্প্রদায়ের মধ্যে প্রভাব তৈরি করতে নিযুক্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ। জেসিআই বাংলাদেশের বর্তমানে প্রায় এক হাজার সদস্যসহ ১৮টি  লোকাল চ্যাপ্টার কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।