ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অনলাইন ইউপিএস দিলো মিনিস্টার গ্রুপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অনলাইন ইউপিএস দিলো মিনিস্টার গ্রুপ

ঢাকা: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪টি অনলাইন ইউপিএস দিয়েছে মিনিস্টার গ্রুপ। এই ইউপিএস হাই-স্পিড অক্সিজেন কনসেন্ট্রেটরে ব্যবহার করা হয় যা বিদ্যুৎ না থাকলেও ব্যাকআপ দেয়।

করোনাকালীন এই সময়ে এটা রোগীদের চিকিৎসায় অন্যতম সহায়ক হিসেবে কাজ করবে।  

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বির কাছে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির পক্ষ থেকে মিনিস্টার গ্রুপ এ উপহার তুলে দেন।  

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বিসহ সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, অর্থোপেডিক ডা. অজয় দেব এবং মিনিস্টার গ্রুপের চট্টগ্রামের চকবাজার শো-রুম ইনচার্জ মো. শাহাব উদ্দিন ও মার্কেটিং অফিসার মো. আজিজ।

বুধবার (৩১ মার্চ) মিনিস্টার গ্রুপ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।