ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডি-৮ চেম্বার অব কমার্সের নতুন প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
ডি-৮ চেম্বার অব কমার্সের নতুন প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম

ঢাকা: উন্নয়নশীল আটটি দেশ নিয়ে গঠিত ডি-৮ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট হিসেবে সোমবার (৫ এপ্রিল) দায়িত্ব নিলেন এফবিসিসিআই'র সভাপতি শেখ ফজলে ফাহিম।

ডি-৮ উন্নয়নশীল আটটি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ (ডি-৮ অথবা উন্নয়নশীল আট) নামে পরিচিত।

এই সংস্থাটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এই আটটি দেশ নিয়ে ডি-৮ সংস্থা গঠিত।

উন্নয়নশীল আটটি দেশ নিয়ে গঠিত ডি-৮ চেম্বার অফ কমার্সের নবনিযুক্ত প্রেসিডেন্ট, এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমকে অভিনন্দন জানান মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই পরিচালক এম এ রাজ্জাক খান রাজ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মুন্তাকিম আশরাফ, সহ-সভাপতি নিজাম উদ্দিন রাজেশ, এফবিসিসিআই এর ডিরেক্টর সজীব রঞ্জন দাস, মুনির হোসেন, চপলসহ ফেডারেশনের অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।