ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কঠোর লকডাউনের প্রভাব খুচরা বাজারে

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুন ৩০, ২০২১
কঠোর লকডাউনের প্রভাব খুচরা বাজারে

ঢাকা: করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকারঘোষিত ‘কঠোর লকডাউন’ শুরুর আগেই নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েছে। বিশেষ করে খুচরা বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

তবে পাইকারি বাজারে এই প্রভাব কম।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চাল-ডাল-তেল-সবজিসহ বিভিন্ন পণ্যেই দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বিশেষ করে চাল ও সবজির খুচরা বাজারে আবারও এর প্রভাব পড়েছে।

রাজধানীর হাতিরপুল এলাকার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, লকডাউনের ফলে চালের দাম ও তেলের দাম একটু বেড়েছে। এছাড়া পেঁয়াজ-রসুনের দাম তো আগে থেকেই বেড়ে আছে। তবে লকডাউনের ফলে অতিরিক্ত পণ্য কেনার প্রভাব এবার জনগণের মধ্যে নেই। আর সত্যি বলতে মানুষ যা ছিল, সবাই তো ঢাকা ছেড়ে চলে গেছে।

সবজি বিক্রেতা আরিফুল ইসলাম বলেন, বিভিন্ন সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। এর মধ্যে আলু, পটল, টমেটো রয়েছে।

এদিকে কারওয়ান বাজারের চালের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, চালের দাম নতুন করে দু’একদিনের মধ্যে বাড়েনি। ১৫/২০ দিন আগে যা বেড়েছে, এখনো তাই আছে। আর তখন বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা।

এদিকে এই বাজারে প্রতি কেজি ঢেঁড়স ৪০ টাকা, বেগুন (লম্বা) ৬০ টাকা, কালো বেগুন ৮০ টাকা, পটল ৫০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া প্রতিকেজি শসা ৭০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১০০ টাকা, আলু ৩০ টাকায় এবং লাউ প্রতিপিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার ১৭০ টাকা, গরু ৬০০ টাকা, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। মাছের বাজারে রুই, কাতল, শিং, মাগুর, পাবদা, চিংড়িসহ সব ধরনের মাছের দাম কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মসলার বাজার স্থিতিশীল রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।