ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিল সোশ্যাল ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিল সোশ্যাল ইসলামী ব্যাংক

ঢাকা: দেশের শীতার্ত দরিদ্র জনগণের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ হাজার কম্বল দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক।

রোববার (৩১ অক্টোবর) সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কম্বল দেওয়া হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ সময় ভার্চ্যুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ব্যাংকের দেওয়া অনুদানের কম্বল দেয়।

এসময় উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ এবং ব্যাংকের পরিচালক ও পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।