ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘স্বপ্ন’ এখন ভালুকার পাঁচ রাস্তার মোড়ে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, অক্টোবর ৩১, ২০২১
‘স্বপ্ন’ এখন ভালুকার পাঁচ রাস্তার মোড়ে ...

ঢাকা: ময়মনসিংহের ভালুকার পাঁচ রাস্তার মোড়ে (মসজিদের পাশে) উদ্বোধন হলো রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।

রোববার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. মাজাহারুল ইসলাম, হাবিবুর রহমান, স্বপ্নের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট রাজিবুল হাসান প্রমুখ।

স্বপ্নের রিটেইল এক্সপানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আশা করছি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে এখানকার মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। এছাড়া গ্রাহকদের জন্য থাকছে হোম ডেলিভারি সেবা।

আউটলেটের উদ্বোধন উপলক্ষে স্বপ্নের পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।