ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গুইমারায় অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
গুইমারায় অবৈধভাবে মাটি কাটায় জরিমানা ...

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার পথাছড়াতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এস বি এম ইট ভাটার মালিক শহীদ কোম্পানিকে জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে পথাছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন এবং ব্যবস্থাপনা আইন, ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘন করায় ১৫ (১) এর ক উপধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে শহীদ কোম্পানিকে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন অবৈধভাবে অনুমোদনহীন ভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।