ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একদিনেই ১০ হাজার কোটি ডলার দর পতন টেসলার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, জানুয়ারি ২৯, ২০২২
একদিনেই ১০ হাজার কোটি ডলার দর পতন টেসলার টেসলা সিইও ইলন মাস্ক

বিগত বছর (২০২১ সাল) রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে টেসলা। তবে চলতি বছরে নতুন কোনো মডেলের গাড়ি বাজারে ছাড়া হবে না- সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছেন সংস্থার সিইও ইলন মাস্ক।

আর তার সেই ঘোষণার পর দুই দিন না যেতেই মার্কিন এই প্রতিষ্ঠনটির শেয়ারের দামে ধস নেমেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক দিনেই টেসলার শেয়ারের দর হারিয়েছে ১২ শতাংশ (১০ হাজার কোটি ডলার)।

চতুর্থ ত্রৈমাসিকের আয় ঘোষণার পর টেসলারের শেয়ারের এই দর পতনে বিনিয়োগকারীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এর আগে আগেই টেসলারে কর্ণধার ইলন মাস্ক নতুন প্রযুক্তির কথা ঘোষণা করে জানান, চলতি বছরে তারা আর নতুন কোনো মডেলের গাড়ি বাজারে ছাড়বেন না। এমনকি বহুল আলোচিত ‘সাইবার ট্রাকও’ এ বছর বাজারে আসছে না। এছাড়া ইভি মডেলের দু’টি বৈদ্যুতিক গাড়ির মডেলেরও উৎপাদন স্থগিত ঘোষণা করেন তিনি। এ ঘোষণার পরেই গত বৃহস্পতিবার শেয়ার বাজারে রেকর্ড পতন হয় টেসলার।
 
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।