ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাঙামাটিতে ইয়ামাহার নতুন শো-রুম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, ফেব্রুয়ারি ২০, ২০২২
রাঙামাটিতে ইয়ামাহার নতুন শো-রুম রাঙামাটিতে ইয়ামাহার নতুন শো-রুম উদ্বোধন।

ঢাকা: সম্প্রতি (১৬ ফেব্রুয়ারি) রাঙামাটির বিজন সরণীতে ইয়ামাহার নতুন ৩এস ডিলার ‘রাঙামাটি মোটরস’ এর উদ্বোধন করা হয়েছে। এখন থেকে গ্রাহকরা এই শো-রুম থেকে বিক্রি ও বিক্রয় পরবর্তী সেবার পাশাপাশি খুচরা যন্ত্রাংশ সেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, রাঙ্গামাটি মোটরসের স্বত্বাধিকারী প্রমুখ।

এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৮৮টিরও বেশি ৩এস ডিলার পয়েন্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।