ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুরমায় মিললো ১২০ কেজির বাঘাইড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
সুরমায় মিললো ১২০ কেজির বাঘাইড়

সিলেট: সিলেটের কামাকাজি সুরমা নদীতে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

রোববার (২৭ মার্চ) সকালে সিলেটের লামাকাজি এলাকার জুনেদ আহমদের জালে মাছটি ধরা পড়ে।

এরপর নগরের বৃহৎ মাছের আড়ত কাজিরবাজারে তোলা হয় মাছটি।

সেখান থেকে এক লাখ টাকা দিয়ে মাছটি কিনে নগরের লালবাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া। কিনে আনা মাছটির দাম চেয়েছেন তিনি ১ লাখ ৮০ হাজার টাকা।

মো. বিল্লাল আহমদ বলেন, ‌‘১২০ কেজি ওজনের মাছটি এক লাখ টাকায় কিনে এনে ১ লাখ ৮০ হাজার টাকা দর চান। কিন্তু এই দরে একক ক্রেতা না পাওয়ায় কেটে ২ হাজার টাকা কেজি বিক্রি করছেন। এককালীন ১ লাখ ৩০ হাজার টাকা হলে মাছটি তিনি বিক্রি করে দিতেন। ’ 

সরেজমিনে দেখা যায়, বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন।  

সিলেটের কোম্পানিরগঞ্জের বাসিন্দা আমিন চৌধুরী বলেন, ‘এত বড় মাছ সহসাই দেখা যায় না। আমি এর আগে দেখিনি। আমার মতো অনেকে মাছটি দেখেছেন বলে মনে হয় না। ’ 

বেলা দেড়টা পর্যন্ত কেটে অর্ধেক মাছ বিক্রি করা হয়ে গেছে বলেও জানিয়েছেন বিল্লাল আহমদ।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।