ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা গ্রুপ এগিয়ে আসায় জুয়েলারি ব্যবসায় গুণগত পরিবর্তন ঘটবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
বসুন্ধরা গ্রুপ এগিয়ে আসায় জুয়েলারি ব্যবসায় গুণগত পরিবর্তন ঘটবে

ফেনী: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ফেনী জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মঞ্জুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, নাদিয়া ফারজানা, ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকার, ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীম, বাংলাদেশ জুয়েলার্স সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মৃণাল কান্তি ধর, সাধারণ সম্পাদক প্রণব সাহা ও নোয়াখালী জেলা বাজুসের সভাপতি আবুল হোসেন ভুলু।  

বাংলাদেশ জুয়েলার্স সমিতি ফেনী জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল গোফরান বাচ্চুর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সমিতির চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোস্তফা ফুল মিয়া, লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি হরিহর পাল প্রমুখ।  

বিশেষ অতিথির বক্তব্যে ফেনীর পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনীতির চালিকায় গোল্ডের ভূমিকা অগ্রগণ্য। এটি একটি প্রাচীন ব্যবসা। বাংলাদেশে গোল্ড জুয়েলারি খাতে বসুন্ধরার মতো জায়ান্ট গ্রুপ এগিয়ে আসায় এ ব্যবাসায় গুণগত পরিবর্তন ঘটবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।