ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সার্কিট ব্রেকারে ফের পরিবর্তন আনলো বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
সার্কিট ব্রেকারে ফের পরিবর্তন আনলো বিএসইসি

ঢাকা: পুঁজিবাজারে লেনদেনে বিদ্যমান সার্কিট ব্রেকারে ফের পরিবর্তন আনলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সার্কিট ব্রেকারের নিম্নসীমা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে নতুন সীমা কার্যকর হবে। বুধবার (২০ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে এই আদেশ জারি করা হয়েছে।

নতুন আদেশে, সার্কিট ব্রেকারের নিম্নসীমা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে বাজারে যে কোনো শেয়ারের দাম ৫ শতাংশ পর্যন্ত কমতে পারবে। এতদিন এই সীমা ছিল ২ শতাংশ।

এই আদেশ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৮ মার্চ দর কমার সর্বোচ্চ সীমা ১০% থেকে কমিয়ে ২% করেছিল কমিশন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।