ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি সচল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ৫, ২০২২
বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি সচল

বেনাপোল (যশোর): পবিত্র ঈদুল ফিতর ও মে দিবসের চারদিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। এছাড়া বন্দর দু’টি দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল থাকবে।

 

বৃহস্পতিবার (৫ মে) দুপুরের দিকে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তিনি জানান, মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে গত ০১ মে থেকে ০৪ মে পর্যন্ত চারদিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। বৃহস্পতিবার (৫ মে) ছুটি শেষে দুপুর থেকে পুনরায় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, বন্দর থেকে ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সেজন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।