ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি খাতে অর্থায়ন সফলতায় ওয়ান ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মে ২১, ২০২২
কৃষি খাতে অর্থায়ন সফলতায় ওয়ান ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র

ঢাকা: ওয়ান ব্যাংক ৫ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন প্রকল্পরে অধীনে কৃষি খাতে অর্থায়ন সফলতা অর্জন করায় বাংলাদেশ ব্যাংক ওয়ান ব্যাংককে প্রশংসাপত্র দিয়েছে।

বুধবার (মে ১৮) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ. এন. হামদিুল্লাহ কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজের কাছে প্রশংসাপত্র হস্তান্তর করেন।

তফসিলি ব্যাংকগুলোর মধ্যে পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে অংশগ্রহণকারী ৪৩টি ব্যাংকের মধ্যে ওয়ান ব্যাংক ১৭টি শতভাগ সফল ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ. কে. এম. সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরী এবং মহাব্যবস্থাপক মো. আব্দুল হাকিম।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ২১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।