ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাড়ি আমদানিতে মোংলা বন্দরের রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুন ২৮, ২০২২
গাড়ি আমদানিতে মোংলা বন্দরের রেকর্ড

বাগেরহাট: গাড়ি আমদানিতে আগের সব রেকর্ড অতিক্রম করেছে মোংলা বন্দর। ২০২১-২২ অর্থবছরে এই বন্দর দিয়ে মোট ২০ হাজার ৮০৮টি গাড়ি আমদানি হয়েছে।

। এটি এক অর্থ বছরে মোংলা বন্দরের সব থেকে বেশি গাড়ি আমদানির রেকর্ড। শুধু নিজেদের বন্দরের নয়, এটা চট্টগ্রাম বন্দরের থেকেও বেশি।   একই সময়ে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে ১৩ হাজার ৯১৩টি গাড়ি। এই হিসেবে চট্টগ্রামের চেয়ে প্রায় ৭ হাজার গাড়ি বেশি আমদানি হয়েছে মোংলা বন্দর দিয়ে। বিগত অর্থ বছরে দেশে মোট গাড়ি আমদানির ৬০ শতাংশ হয়েছে মোংলা বন্দর দিয়ে। বন্দরে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির কারণে আমদানি বেড়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে প্রথম এই বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয়। প্রথম বছরেই এই বন্দর দিয়ে মোট ৮ হাজার ৯০৯টি গাড়ি আমদানি হয়। এক যুগ পর ২০২১-২২ অর্থবছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৮০৮ টিতে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আহসান আরজু বলেন, আমাদের সংগঠনের প্রায় ৩০০ সদস্য মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি করেন। কম সময়ে গাড়ি খালাস ও রাখার পর্যাপ্ত জায়গা থাকায় ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে গাড়ি আমদানি করতে বেশি পছন্দ করছেন। এছাড়া পদ্মা সেতু চালু হওয়ায় আগের চেয়ে অর্ধেক সময়ে গাড়ি মোংলা থেকে ঢাকায় পৌঁছাচ্ছে। ফলে এই বন্দর দিয়ে আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ আরও বাড়ছে।

মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান বলেন, মোংলা বন্দর থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায় তার ৫২ শতাংশ আসে গাড়ি আমদানির কর থেকে। চলতি অর্থবছরে আমাদের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৯৩০ কোটি টাকা। ১১ মাসেই (মে -২০২২ পর্যন্ত) রাজস্ব আয় হয়েছে ৪ হাজার ৫৮০ কোটি টাকা। গাড়ি আমদানির যে রেকর্ড এতে লক্ষ্যমাত্রা ছাড়িয়েও বেশি রাজস্ব আদায় হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ২০২১-২২ অর্থবছরে দেশের দুই বন্দর দিয়ে গাড়ি আমদানি হয়েছে ৩৪ হাজার ৭৮৩টি। এর মধ্যে মোংলা বন্দরের মাধ্যমে ২০ হাজার ৮০৮ আর চট্টগ্রাম বন্দরে আমদানি হয়েছে ১৩ হাজার ৯১৩টি গাড়ি। মোংলা বন্দরে গাড়ি আমদানি ক্রমেই বাড়ছে।

এর কারণ জানতে চাইলে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, আমদানিকারকদের আকৃষ্ট করতে বন্দরের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়।   আমদানি করা গাড়ি রাখার জন্য উন্নতমানের শেড ও ইয়ার্ড ও সার্বক্ষণিক সিকিউরিটি ক্যামেরায় মনিটরিং ব্যবস্থা রয়েছে আমাদের। এছাড়া স্বল্প সময়ের মধ্যে এই বন্দর থেকে গাড়ি খালাস করা যায়, এজন্যই আমদানিকারকরা মোংলা বন্দর থেকে বেশি গাড়ি আমদানি করছেন।

তিনি আরও বলেন, মোংলা বন্দরের সক্ষমতা গত কয়েক বছরে বহুগুণ বেড়েছে। এছাড়াও বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ৮টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বাড়বে। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে এ বন্দরের দূরত্ব হয়েছে ১৭০ কিলোমিটার। অপরদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ঢাকার দূরত্ব ২৬০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ঢাকার দূরত্ব ২৭০ কিলোমিটার। ফলে আমদানি-রপ্তানিকারকরা বাণিজ্যিক স্বার্থে মংলা বন্দর ব্যবহার করবেন।

উল্লেখ্য, ১৯৫০ সালের পশুর নদীর জয়মনির ঘোলে ‘দি সিটি অব লিয়নস’ নামে প্রথম ব্রিটিশ পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ নোঙ্গরের মাধ্যমে মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়। সে সময় চালনা অ্যাংকারেজ পোর্ট নামে মোংলা সমুদ্র বন্দরের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ পথ পরিক্রমায় ও নানা সমস্যা মোকাবিলা করে পণ্য আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মোংলা সমুদ্র বন্দর।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।