ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন গভর্নরের সঙ্গে বিএসইসির চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
নতুন গভর্নরের সঙ্গে বিএসইসির চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত -উল- ইসলাম।

বুধবার (১৩ জুলাই) মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় গভর্নর আবদুর রউফ তালুকদার পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার কথা জানান।

সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এবং মো. আবদুল হালিম।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।