ঢাকা: চলমান পুঁজিবাজার পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিএসইসি কার্যালয়ে অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সংস্থাটির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এ আহ্বান জানান।
সভার বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বলেন, দেশের অর্থনীতি অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। এরপরও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এতে পুঁজিবাজারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ছে। এ অবস্থা কাটিয়ে তুলতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিকল্প নেই। তাই অ্যাসেট ম্যানেজারদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। তাদের অংশগ্রহণে শেয়ারবাজারে ইতিবাচক ধারায় ফিরলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে।
তিনি বলেন, বাজারে তারল্য বাড়াতে কমিশন কাজ করছে। আগামী সপ্তাহে আমরা ধারাবাহিকভাবে ব্রোকার ডিলার, পোর্টফোলিও ম্যানেজার, মার্চেন্ট ব্যাংকারসহ অন্যদের সঙ্গে বৈঠক করবো।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এসএমএকে/আরবি