ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৬ দিন পর আখাউড়া বন্দর দিয়ে ভারত থেকে এলো ৩০০ টন গম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
১৬ দিন পর আখাউড়া বন্দর দিয়ে ভারত থেকে এলো ৩০০ টন গম

ব্রাহ্মণবাড়িয়া: ১৬ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবার গম আমদানি শুরু হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১১টি ট্রাকে করে প্রায় ৩০০ টন গম এসে পৌঁছায় আখাউড়া স্থলবন্দরে।

বুধবার এক হাজার টন গম আসার কথা থাকলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় আগরতলা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাকি ৭০০ টন গম বোঝাই ট্রাকগুলো বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে আসতে শুরু করেছে। সন্ধ্যার মধ্যে বাকি গম আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গমগুলো আমদানি করেছে ইসলাম এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। আর গমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। প্রতি টন গম আমদানি হয়েছে ৩৭০ মার্কিন ডলারে।

মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক বলেন, গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে ২৫০০ মেট্রিক টন গম আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম এগ্রোভেট লিমিটেড। ওই এলসির প্রথম চালানে এক হাজার টনের মধ্যে ৩০০ টন গম এসেছে বুধবার। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাকি ৭০০ টন গম বোঝাই ট্রাকগুলো আগরতলা স্থলবন্দরে আটকা পড়ে। ট্রাকগুলো বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরে আসতে শুরু করেছে। বিকেল নাগাদ সব গম চলে আসবে। এরপর গমগুলো খালাসের কার্যক্রম শুরু হবে।

এর আগে দুই মাস বন্ধের পর গত ১ আগস্ট ভারত থেকে গম আসে আখাউড়া স্থলবন্দরে। তবে ৭ আগস্টের পর আর কোনো গমের চালান আসেনি।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআই


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।