ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকে লেনদেনে নতুন সময়সূচি, অফিস চলবে ৫টা পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, নভেম্বর ৩, ২০২২
ব্যাংকে লেনদেনে নতুন সময়সূচি, অফিস চলবে ৫টা পর্যন্ত

ঢাকা: ব্যাংকের লেনদেন ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন এবং ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সময়সূচি ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

জানা গেছে, বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংকে বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস এবং ৩টা পর্যন্ত লেনদেন চলছে।  

সম্প্রতি সরকারি অফিস শুরু ও শেষের সময় ১ ঘণ্টা করে বাড়ানোর পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। লেনদেন চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এসএমএকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।