ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বপ্ন এখন দিনাজপুরের ডায়াবেটিস মোড়ে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, নভেম্বর ৫, ২০২২
স্বপ্ন এখন দিনাজপুরের ডায়াবেটিস মোড়ে স্বপ্ন এখন দিনাজপুরের ডায়াবেটিস মোড়ে

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন এখন দিনাজপুরের ডায়াবেটিস মোড়ে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকশি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি সামশেদ আলী চৌধুরী, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, স্বপ্নের জোনাল ম্যানেজার অব অপারেশন মো. শাহ নেওয়াজ মজুমদার রনি, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শাহিনূর আলমসহ অনেকে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। দিনাজপুরের ডায়াবেটিস মোড়ে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজার করার সুযোগ পাবেন।

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।