ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মে ২০, ২০২৩
শাবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে শাবিপ্রবির উপকেন্দ্রে অংশ নিচ্ছেন ২ হাজার ৫শ’ ৬১ জন পরীক্ষার্থী।

শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে একযোগে পরীক্ষা শুরু হয়, পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।

এ বিষয়ে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে পরীক্ষা শুরু হয়েছে। এতে আমাদের কেন্দ্রে ২ হাজার ৫শ’ ৬১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ‘বি’ এবং ‘সি’ তিন ইউনিটে সারাদেশে অংশ নেবে ৩ লাখ ২ হাজার ২৩১ জন। এরমধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪শ’ ৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮শ’ ৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯শ’ ৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ২০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।