ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকবে হল 

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মে ৩০, ২০২৩
গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকবে হল 

ইবি (কুষ্টিয়া): গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে হলগুলো যথারীতি খোলা থাকবে।

 

মঙ্গলবার (৩০ মে) রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার অফিস সূত্র থেকে জানা যায়, আগামী ০৩ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। যা চলবে আগামী ১২ জুন পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও ১২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথা নিয়মে চালু থাকবে।

ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে জরুরি সেবাগুলো চালু থাকবে ও পরিবহনসেবা বন্ধের শিডিউল অনুযায়ী চালু থাকবে।  

ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে হলগুলো খোলা থাকবে কি না এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে হলগুলো যথারীতিতে খোলা থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।