ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুন ১৫, ২০১২

ঢাকা: কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ প্রথম পর্বের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশের ৪৯ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে।

২০১২-২০১৩ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করেন শিক্ষার্থীরা।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সারা বাংলাদেশের ৪৯টি সরকারি পলিটেকনিকে একসাথে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় এম.সি.কিউ পদ্ধতিতে প্রশ্ন করা হয় ৫০ নম্বরের। আগামী ২০ জুন ভর্তি পরীক্ষার ফলাফল কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময় ১১০২ ঘণ্টা; ১৫ জুন, ২০১২
এমএন/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।