ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২ দিনব্যাপী কলেজ শিক্ষক বক্তৃতা কর্মশালা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ১৬, ২০১২

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্টাডিজ এবং দি আমেরিকান সেন্টারের যৌথ উদ্যোগে ‘ইউএস সোসাইটি অ্যান্ড কালচার’ শীর্ষক দুই দিনব্যাপী কলেজ শিক্ষক বক্তৃতা কর্মশালা শুরু হয়েছে।

শনিবার  বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার রাইয়ান ব্রাডিন।

  উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্টাডিজ’র সভাপতি অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী স্বাগত বক্তব্য দেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্টাডিজ’র সাধারণ সম্পাদক অধ্যাপক তাহমিনা আহমেদ।

রাইয়ান ব্রাডিন বলেন, “ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে দি আমেরিকান সেন্টার বাংলাদেশের শিক্ষা ও গবেষণার উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, ধর্মীয় সন্ত্রাসবাদ নির্মূল, বাংলাদেশি ছাত্র ও শিক্ষকদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন ইস্যুতে কাজ করছে। ”

দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মশালাকে তিনি এসব কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করে বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে। ”    

উল্লেখ্য, কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১২
ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।