ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্মুখ সারির কারিগর: উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
ঢাবির শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্মুখ সারির কারিগর: উপাচার্য

ঢাবি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্মুখ সারির কারিগর হিসেবে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সম্পদের যথাযথ ব্যবহার করে তাদের বিশ্বমানের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এক্ষেত্রে যে কোনো সহায়তা এবং সুরক্ষা দিতে বিশ্ববিদ্যালয় সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ এবং ফার্মেসি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের 'আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভায় উপাচার্য এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সহ-শিক্ষাসহ নানা ধরনের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এই পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশসেরা শিক্ষার্থী হিসেবে ছাত্র-ছাত্রীদের এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলাবোধ, আইন-কানুন এবং ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে আত্মবিশ্বাসী, দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে উঠতে হবে।  

ঢাবি ক্যাম্পাসকে একটি উদার, মানবিক, অসাম্প্রদায়িক ও অর্ন্তভুক্তিমূলক ক্যাম্পাস হিসেবে উল্লেখ করে এর মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখা এবং পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে সচেতন থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান উপাচার্য।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।  

অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং আইন অনুষদের ডিন ড. সীমা জামান বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এসকেবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।