ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোচিং বন্ধের প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি

সিনিয়র ইকোনোমিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০১২

ঢাকা: বেতন-ভাতা না বাড়িয়ে কোচিং বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশ।

একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যহার না করলে কঠোর আন্দোলনেরও হুমকি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশার-সালাম) এর নেতারা।



সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি ও হুমকি প্রদান করেন।

নেতারা প্রয়োজেন রাজপথে আন্দোলনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধেরও হুমকি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আবুল বাশার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
এ সময় বাশার বলেন, বেতন-ভাতা বৃদ্ধি না করলে শিক্ষকরা কোচিং বাণিজ্য থেকে ফিরে আসতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন, ১৮, ২০১২
এসএআর/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।