ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দেশে অগ্নিসন্ত্রাস বন্ধে শাবিপ্রবির আওয়ামীপন্থি শিক্ষকদের বিবৃতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
দেশে অগ্নিসন্ত্রাস বন্ধে শাবিপ্রবির আওয়ামীপন্থি শিক্ষকদের বিবৃতি

শাবিপ্রবি (সিলেট): দেশ বিরোধী চক্রের অগ্নিসন্ত্রাসের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ’।

একইসঙ্গে এসব কর্মকাণ্ডকে ‘অপতৎপরতা’ উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার (১৭ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, গত কিছুদিন ধরে ‘দেশবিরোধী চক্র’ দেশব্যাপী খুন ও অগ্নি-সন্ত্রাসসহ নানাবিধ অপতৎপরতায় লিপ্ত হয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান করছি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।