ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে লাইব্রেরি অটোমেশন সিস্টেম উদ্বোধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০১২
কুয়েটে লাইব্রেরি অটোমেশন সিস্টেম উদ্বোধন

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সেন্ট্রাল লাইব্রেরি ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে লাইব্রেরি সিস্টেম অটোমেশন অব কুয়েট এবং ডিজিটাল লাইব্রেরি একসেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বৃহপতিবার দুপুরে কুয়েট ভিসি ড. মুহাম্মদ আলমগীর এটি উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে লাইব্রেরি সিস্টেম অটোমেশন অব কুয়েটের সাব-প্রোজেক্ট ম্যানেজার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কে এম আজহারুল হাসান সভাপতিত্ব করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. বজলার রহমান, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. আক্কাছ উদ্দিন পাঠান।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।