ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে চার বিষয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ১৭, ২০২৪
ববিতে চার বিষয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চার বিষয়ে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্স চালু হয়েছে।

ববি ওয়েবসাইটে প্রফেশনাল এমবিএ-এর ভর্তি বিজ্ঞপ্তি বৃহস্পতিবার বিকেলে প্রকাশ হয়।

এ প্রোগ্রামে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে এমবিএ করার সুযোগ রয়েছে। ২৫ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে দক্ষ মানবসম্পদ গঠনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধি করবে এবং ইন্ডাস্ট্রিসহ অন্যান্য চাকরির জগতে একটা নেটওয়ার্ক তৈরি করতে সহায়তা করবে। যা আমাদের নিয়মিত শিক্ষার্থীদের চাকরির বাজারকে প্রসারিত করবে।  

এছাড়া এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতাও তৈরি হবে বলে মনে করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।