ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন জবি অধ্যাপক জাকির হোসেন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, জুন ১৩, ২০২৪
ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন জবি অধ্যাপক জাকির হোসেন

জবি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জাকির হোসেন।  

বৃহস্পতিবার (১৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব নুমেরী জামানের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

 

এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী সুবিধাদি পাবেন।  

সম্প্রতি অধ্যাপক আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় একটি পদটি ফাঁকা হয়ে যায়।  

অধ্যাপক ড. জাকির হোসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।