ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বৃষ্টি উপেক্ষা করেই জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
বৃষ্টি উপেক্ষা করেই জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরির সব গ্রেডে কোটা প্রথাকে যৌক্তিক পর্যায়ে সংস্কার করতে ফের বাংলা-ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে আন্দোলনকারীরা অপেক্ষা করছেন।

বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেছেন।  

আন্দোলনের সমম্বয়কদের সঙ্গে কথা জানা গেছে, শিক্ষার্থীরা প্রথমে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করবেন। সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেবেন।  

শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে দুপুর আড়াইটায় ছাত্রলীগের মিছিল ও সমাবেশ করার কথা থাকলেও তা এখনো শুরু হয়নি।  

তবে মিছিলের উদ্দেশ্যে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জড়ো হতে দেখা গেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের ইউনিটকে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।