ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোটা আন্দোলন: ময়মনসিংহে পদযাত্রা, স্মারকলিপি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
কোটা আন্দোলন: ময়মনসিংহে পদযাত্রা, স্মারকলিপি 

ময়মনসিংহ: কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহ নগরে পদযাত্রা করেছেন আন্দোলনকারীরা। এসময় তারা জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন।

রোববার (১৪ জুলাই) দুপুর ১২টায় নগরের টাউন হল মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়, শেষ হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে। এসময় আন্দোলনকারীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ডিসির কাছে স্মাকলিপি দেন।

আন্দোলনকারীদের পক্ষে এসময় উপস্থিত ছিলেন আরিফুল হাসান, আনোয়ার হোসেন মঞ্জু, গুকুল সূত্রধর মানিক, আলী হোসেন, আশিকুর রহমান, তাহমিদ রেদোয়ান, জেনাস ভৌমিকসহ অনেকে।

শিক্ষার্থীরা বলেন, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কার করতে উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় ছাত্রসমাজ নিজেদের অধিকার রক্ষায় বৈষম্যমূলক ও মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পরতে বাধ্য হবে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।