ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পদত্যাগ করলেন জাবির ভিসি-রেজিস্ট্রার

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
পদত্যাগ করলেন জাবির ভিসি-রেজিস্ট্রার

সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম পদত্যাগ করেছেন। একইসঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট কমিটির সভাপতি ও রেজিস্ট্রার।

বুধবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে তাদের পদত্যাগ পত্র হাতে আসে বাংলানিউজের। তারা সবাই ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

এর আগে দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

পদত্যাগ পত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়। সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।

একইভাবে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, প্রভোস্ট কমিটির সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছায়েদুর রহমান ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান।

এসব তথ্য নিশ্চিত করেছেন সদ্য পদত্যাগ করা রেজিস্ট্রার আবু হাসান।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।