ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি’র ভূগোল ও পরিবেশ বিভাগের জিআইএস সার্টিফিকেট কোর্স সম্পন্ন

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুলাই ১, ২০১০

সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজিত এক মাসব্যাপী জিওগ্রাফিক ইনফরমেশন  সিস্টেম (জিআইএস) সার্টিফিকেট কোর্স বুধবার শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোর্সে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।



ড. শরীফ তার বক্তৃতায় বলেন, “কর্মেেত্র জিআইএস পদ্ধতি ব্যবহারের মাধ্যমে প্রশিণার্থীরা নিজের প্রতিষ্ঠানকে লাভবান করতে পারবেন। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপ-উপাচার্য (শিা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এবং কোষাধ্য অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।

এছাড়াও কোর্স কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক সাজেদ আশরাফ করীম ও বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।

এ কোর্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক, সেনাবাহিনী ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়:১৫৪০, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।