ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

হরতালেও ক্লাস চলছে বাকৃবিতে

বাকৃবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, সেপ্টেম্বর ২৩, ২০১২

ময়মনসিংহ: ইসলামী সমমনা ১২ দলের ডাকা দেশব্যাপী রোববারের সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)।

সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় হল থেকে ক্লাস করার জন্য আসতে শুরু করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে কোনো বাস শহরের উদ্দেশে ছেড়ে যায়নি। ক্যাম্পাসের আশপাশের কেউ কেউ বাসা থেকে রিকশায় করে বিশ্ববিদ্যালয়ে এসেছেন।

দুপুর পৌনে ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
প্রতিবেদন: মো.আশরাফুল আলম, সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।