ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির শিক্ষার্থী রুদ্রর পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর্থিক সহয়তা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
শাবিপ্রবির শিক্ষার্থী রুদ্রর পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর্থিক সহয়তা

শাবিপ্রবি (সিলেট):  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেনের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

শনিবার (১২ অক্টোবর) রুদ্র সেনের পরিবারের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয় নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

 

এসময় তার পরিবারের হাতে ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর ও দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করেন উপাচার্য।

চেক হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, উপাচার্যের পিএস ড. এ এফ এম সালাহউদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার ইউনুছ আলী প্রমুখ। এসময় রুদ্র সেনেন পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে রুদ্র সেনের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোন নামফলক তৈরির আশ্বাস দিয়ে পরিবারের সদস্যদেরকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানান উপাচার্য।

রুদ্র সেন শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি দিনাজপুর সদর উপজেলার সুবীর সেন ও শিখা বণিক দম্পতির ছেলে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় গত ১৮ জুলাই খাদে পড়ে প্রাণ হারান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।