ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

শিক্ষা

মেয়ে ভর্তি পরীক্ষার হলে, অপেক্ষারত মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, অক্টোবর ২৫, ২০২৪
মেয়ে ভর্তি পরীক্ষার হলে, অপেক্ষারত মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর মা আকস্মিক মৃত্যুবরণ করেছেন। তার নাম শামীম আরা বেগম।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামীম আরা বেগম রাজধানীর মিরপুরে থাকতেন বলে জানা গেছে।

জানা যায়, শামীম আরা বেগম তার মেয়ে আরোয়া তাবাসসুমকে নিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসেন। মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিয়ে তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে অপেক্ষা করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আশপাশে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে শামীম আরার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।