ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২৫ সেশনের কমিটিতে সভাপতি পদে এস এম ফরহাদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান ও সাংগঠনিক পদে কাজী আশিক মনোনীত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, রাত ৯টায় শহীদ মাহবুবুর রহমান মিলনায়তনে সংগঠনের ‘সদস্য’ পদমর্যাদার ব্যক্তিদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ সভাপতি পদে নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিককে মনোনীত করেন।

সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।