ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আবু সাইদ হত্যা: বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
আবু সাইদ হত্যা: বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার সিন্ডিকেট সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।  

একই সঙ্গে ছাত্রসংসদ নির্বাচনের আগে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের নির্বাচন হবে না বলে জানানো হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) ১০৯তম সিন্ডিকেট সভা শেষে বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

উপাচার্য জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩জন শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ছাত্রসংসদ নির্বাচনের আগে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন হবে না।

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়া হামলার সাথে জড়িত শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু নোটিশের জবাব না আসায় আগামী সিন্ডিকেটের সভায় তাদের পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য বিষয়টি উঠানো হবে।
 
গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।