ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

শিক্ষা

বিজ্ঞপ্তিতে হাসিনা সরকারের স্লোগান,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিচালক সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
বিজ্ঞপ্তিতে হাসিনা সরকারের স্লোগান,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিচালক সাময়িক বরখাস্ত গোলাম সরোয়ার

সিরাজগঞ্জ: ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমন স্লোগান সম্বলিত প্যাডে বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রোভাইস চ্যাঞ্চেলর এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

অফিস আদেশে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লোগান (শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ) সম্বলিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করে বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগটি পর্যালোচনা করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণবিধির বিধি ৪ লঙ্ঘিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনের ধারা ১১ (৭) এবং বিশ্ববিদ্যালয় আচরণবিধির বিধি ১৩ মোতাবেক অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো। ১৫ জানুয়ারি বিকেল থেকে এ আদেশ কার্যকর।  


ড. সুমন কান্তি বড়ুয়া জানান, ক্ষমতাচ্যুত সরকারের স্লোগান সম্বলিত প্যাডে বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি নজরে আসার পরপরই উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত সম্বলিত প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তিটি বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।  

বিশ্ববিদ্যালয়ের বিল সংক্রান্ত এ বিজ্ঞপ্তি যে প্যাডে দেওয়া হয়েছে, তাতে দেখা যায়, এর ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত একটি লোগো রয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।