ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

শিক্ষা

এবার মহাখালীতে সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
এবার মহাখালীতে সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের সড়কে শিক্ষার্থীরা

ঢাকা: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের এক দফা দাবিতে এবার রাজধানীর মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিল নিয়ে আমতলীতে এসে সড়কের ওপর বসে পড়েন শিক্ষার্থীরা। এর আগে তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীন আমতলী, রেলগেট হয়ে আবারও আমতলীতে আসেন তারা।

রোববার ‌‌‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির পাশাপাশি মহাখালীর সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করে শুধু মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন তারা। রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাখালী-গুলশান সড়ক অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

আজ বিকেলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের দাবির মুখে একটি বিশ্ববিদ্যালয়কে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। বরং তিতুমীরসহ সাত কলেজ নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

এতেই ক্ষোভে ফেটে পড়েন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এরপরই তারা মিছিল নিয়ে এসে মহাখালীর আমতলী সড়ক অবরোধ করেন।

এদিকে মহাখালীর আমতলীতে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সেখানে জলকামান ও সাঁজোয়া যানও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।