ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

শিক্ষা

কুয়েট উপাচার্যকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত’ করায় ঢাবি উপাচার্যের নিন্দা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
কুয়েট উপাচার্যকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত’ করায় ঢাবি উপাচার্যের নিন্দা

ঢাকা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, সহিংসতা কখনও প্রতিবাদের ভাষা হতে পারে না। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি উপাচার্যের ওপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক সব ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে বিবাদমান বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষেরই আন্তরিকভাবে কাজ করা উচিত। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নিন্দা জানিয়েছে সাদা দলও
কুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।  

বৃহস্পতিবার সাদা দলের ঢাবি শাখার আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়।

বিবৃতিতে তারা বলেন, দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি।

নেতারা বলেন, গত মঙ্গলবার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে একদল উত্তেজিত শিক্ষার্থী, যারা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফর্ম এবং একটি গোপন সংগঠনের সঙ্গে যুক্ত, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করে। এক পর্যায়ে এ উচ্ছৃঙ্খল মব উপাচার্যের ওপর হামলা করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দেশের সব শিক্ষপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানায় সাদা দল।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এফএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।