রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডি-ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএ (অনার্স) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালে কোনো রকমের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার জানান, শনিবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়। চলে দুপুর ১টা পর্যন্ত। আজকের পরীক্ষায় মোট ৮ হাজার ৯১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৫ জন শিক্ষার্থী।
পরীক্ষায় মোট উপস্থিতির হার ৮৯ দশমিক ৪৬ শতাংশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন।
তারা পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসএস/এএটি