ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ববির প্রশাসনিক পদ থেকে আরও ১ শিক্ষকের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, মে ১৩, ২০২৫
ববির প্রশাসনিক পদ থেকে আরও ১ শিক্ষকের পদত্যাগ বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক পদ থেকে আরও এক শিক্ষক পদত্যাগ করেছেন। পদত্যাগ করা শিক্ষক ড. মো. আলমগীর মোল্লা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে তার পদত্যাগের চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।  

পৃথক দুটি চিঠিতে দেখা যায়, ড. মো. আলমগীর মোল্লা ববির শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক ও ববির ঢাকা ও বরিশালের গেস্ট হাউজের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন।  

চিঠি দুটিতে পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেন।

এদিকে ববির উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে সোমবার (১২ মে) রাত সাড়ে নয়টার থেকে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী। ববির গ্রাউন্ডফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।