ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বন্ধ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট, নিয়মিত বিরতিতে চলবে রেইড

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, মে ১৪, ২০২৫
বন্ধ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট, নিয়মিত বিরতিতে চলবে রেইড

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ হচ্ছে। সেখানকার বিভিন্ন ভাসমান দোকানও তুলে দেওয়া হবে।

এছাড়া মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে একটি পুলিশ বক্স স্থাপন এবং নিয়মিত বিরতিতে রেইড (অভিযান) পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মতো পরিচালনা করার পরিকল্পনা চলছে।

আসিফ বলেন, এটিকে রমনা পার্কের মতো পরিচালনার বিষয়ে আলোচনা হবে। কীভাবে সোহরাওয়ার্দী উদ্যানকে রূপান্তর করা যায়, যেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ থাকবে—যেমন রাত ৮ বা সাড়ে ৮টার পর বন্ধ করে দেওয়া—সে বিষয়ে আমরা আলোচনা করব।

তিনি বলেন, বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রাজু ভাস্কর্যের পেছনের গেট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আজ-কালকের মধ্যেই এটি বন্ধ দেখতে পাবেন। গেট সংলগ্ন যে ভাসমান দোকানগুলো রয়েছে, সেগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে। এটি দেখভালের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি মনিটরিং টিম গঠন করা হবে।

আসিফ মাহমুদ জানান, সোহরাওয়ার্দী উদ্যানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। কোনো ব্লাংক স্পেস থাকবে না। সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, যা মনিটর করবে ডিএমপি। এছাড়া উদ্যানে একটি পুলিশ বক্স স্থাপন করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকেই রেইড দেওয়া শুরু হবে। যেহেতু এখানে মাদকের বিষয় রয়েছে, তাই ডিএমপির সঙ্গে থাকবে নারকোটিক্স বিভাগ। রেডগুলো নিয়মিত হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। ”

আসিফ মাহমুদ আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটে—ছিনতাই হয়। এগুলো স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। উদ্যানে দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা, মাদক ব্যবসা এবং অপরাধচক্রকে এড্রেস করা জরুরি ছিল। সাম্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমাদের করণীয় কী।

সোহরাওয়ার্দী উদ্যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত মন্ত্রণালয় যৌথভাবে দেখভাল করে। রাজনৈতিক সভা-সমাবেশসহ বিভিন্ন উদ্দেশ্যে এটি ব্যবহার হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক যত অপরাধ সংগঠিত হয়, তার ৭০-৮০ শতাংশের সংযোগ রয়েছে এ উদ্যানে। প্রলয় গ্যাংসহ বিভিন্ন ইস্যুতেও এই উদ্যানের সংশ্লিষ্টতা দেখা গেছে।

মাদকদ্রব্যের অবাধ বিচরণ বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা সবাই মিলে যদি একটি সামষ্টিক উদ্যোগ নেয়, তাহলে ভবিষ্যতে ছোটখাটো ঘটনাগুলো প্রতিরোধের চেষ্টা করা যাবে। আগে যতবার রেইড হয়েছে, কেবল বহিরাগতদের পাওয়া গেছে—ব্যাপারটা এমন নয়। বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও পাওয়া গেছে। এগুলো বন্ধ করতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে দায়িত্বশীল এবং সচেতন ভূমিকা রাখতে হবে।

সাম্য হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের পর জানা যাবে কে অভিযুক্ত। মামলাটি বিশেষ কোনো বডির কাছে হস্তান্তর করা হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ