ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, মে ১৭, ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় ‘কালক্ষেপণের’ বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এ সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ইডেন কলেজের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সাত কলেজের অর্গানাইজিং উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি এবং পূর্বের অধিভুক্তি বাতিলের প্রেক্ষাপটে সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদন নিয়ে সময়ক্ষেপণ করছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি জানাতে এ পরিস্থিতিতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।