এসএসসি পরীক্ষায় বরাবরের মতো এ বছরও শতভাগ সাফল্যের ধারা বজায় রেখেছে বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা।
বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৪৮জন ক্যাডেট এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলে দেখা গেছে, সব পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এমন অসাধারণ ফলাফলের জন্য কলেজের অধ্যক্ষ কর্নেল তাহসিন সালেহীন শিক্ষকমণ্ডলী, ক্যাডেট ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
অধ্যক্ষ কর্নেল তাহসিন সালেহীন বলেন, প্রতিষ্ঠানটির কঠোর শৃঙ্খলা এবং শিক্ষক ও ক্যাডেটদের পরিশ্রমের ফলে প্রতিবছর এসএসসি এবং এইচএসসিতে ভালো ফল করছে বরিশাল ক্যাডেট কলেজ। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এমএস/এমজে