ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

শিক্ষা

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জুলাই ২৬, ২০২৫
কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে: গণশিক্ষা উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি আমাদেরকে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে।

শনিবার (২৬ জুলাই) ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গন মিলনায়তনে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর ১১তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষাব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি। উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষার উন্নয়নের বিকল্প নেই। এজন্য, তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি আমাদেরকে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লব যুগে প্রবেশ করছি। এই যুগে গতানুগতিক শিক্ষার পাশাপাশি তথ্য-প্রযুক্তি ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা পদ্ধতিতে আধুনিক ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে হবে।

উপদেষ্টা বলেন, আমাদের নতুন প্রজন্ম যদি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি আয়ত্ত্ব করে নিজেদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারে, তা হলেই দেশের দারিদ্র্য, নিরক্ষরতা ও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব হবে। এই লক্ষ্যে গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। মেধাভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার প্রতি অধিক মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ ভিডিও বার্তা প্রদান করেন। উলকাসেমি প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক বক্তব্য দেন।

এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে এক হাজার ৯৭৫ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। অনুষ্ঠানের তিনজন শিক্ষার্থীকে আচার্য গোল্ড মেডেল ও ১৫ জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল দেওয়া হয়।

 এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।